মো. মুগনিউর রহমান মনি, শেরপুর প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২২, ০৮:০৪ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশে আজ বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এ দেশের জনগন ঠিক করবে আগামীতে কোন দল সরকার গঠন করবে। তিনি আজ ২৪ এপ্রিল রোববার বিকালে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে শহরের গৃদানারায়নপুর এলাকায় জেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, মো. শরিফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট মুরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এ. বি. এম. মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন প্রমুখ।
তারেক রহমান বলেন, এ দেশের মানুষ আওয়ামী লীগের লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে মৃত মানুষের উপর উঠে নৃত্য করার মতো পৈশাচিক ঘটনার স্বাক্ষী। শেরপুর জেলার নকলার রাসেলসহ সারাদেশে বিএনপির লাখো নেতা-কর্মীর গুম খুনের ঘটনাও এ দেশের মানুষের অজানা নয়। এ দেশের ৪০ লাখেরও বেশি বিএনপি নেতা-কর্মী মিথ্যা ও গায়েবী মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন এ নিশি রাতের মাফিয়া সরকারকে হঠাতে একটাই শ্লোগান ‘বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে’। রাজপথের আন্দোলনের মাধ্যমে যদি এ নিশি রাতের মাফিয়া সরকারের পতন ঘটানো না যায় তবে বাংলাদেশে গুম, খুন আর মিথ্যা ও গায়েবী মামলার তালিকা হবে আরও দীর্ঘ। তাই সকল ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে শরীক হওয়ার জন্য দলের সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান তিনি।