ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

বিপুল পরিমাণ মার্কিন এবং ইউরোপীয় অস্ত্র ধ্বংস করলো রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম

বিপুল পরিমাণ মার্কিন এবং ইউরোপীয় অস্ত্র ধ্বংস করলো রাশিয়া

বিপুল পরিমাণ মার্কিন এবং ইউরোপীয় অস্ত্র ধ্বংস করলো রাশিয়া

রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ গতকাল বিকেলে জানান, বিমান থেকে দূরপাল্লার হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মাধ্যমে ইউক্রেনের বন্দরনগরী ওডেসার লজিস্টিক টার্মিনালে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আসা বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করা হয়েছে। পার্সটুডে

ইউক্রেন সরকার দাবি করছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তবে চারটি ক্ষেপণাস্ত্র একটি সামরিক লক্ষ্যবস্তু ও কয়েকটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। ইউক্রেনের সেনারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য যে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার আঘাতে এসব বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়।

এর আগে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করার জন্য রাশিয়া বারবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে।