এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২, ০৪:৩৩ পিএম
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, সারের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর্মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত আগামীকাল ২৫ আগস্ট সারা দেশে অর্ধ দিবস কর্মসূচীর প্রতি পরিপূর্ণ নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
বুধবার (২৪ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আবদুল্লাহ আল মামুন এ সমর্থনের কথা ব্যক্ত করেন।
তারা বলেন, মেহনতি মানুষের আয় বাড়ানোর কোনও ব্যবস্থা নেই, অথচ বাজার ঊর্ধ্বমুখী রোধ করতে ব্যর্থ এই সরকার। এই সরকার লুটেরাদের স্বার্থ রক্ষায় নিজেদের সকল সময় ব্যাস্ত রাখছে। বৈশ্বিক পরিস্থিতির সামান্য ধাক্কায় দেশের অর্থনীতি ভেঙে পড়েছে।
নেতৃদ্বয় বলেন, চায়ের দাম, চালের দামসহ সব পণ্যের দাম যদি বেড়ে থাকে, শ্রমিকদের মজুরি কেন বাড়বে না? সরকারের কারণেই অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সরকার নিজেদের লোকদের দিয়েই লুটপাটকে জারি রেখেছে।