এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০৯ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, চলমান যুদ্ধ থেকে আরও শক্তিশালী সার্বভৌমত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে রাশিয়া। পুতিন বলেন, তিনি নিশ্চিত এই যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি এবং কিছুই হারাবেও না।
ভ্লাদিভস্তকে একটি অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে তিনি বলেন, পশ্চিমাদের অর্থনৈতিক আগ্রাসন মোকাবিলা করছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমারা তাদের আচরণ অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বহু কোম্পানি রাশিয়া ছাড়তে তোড়জোড় শুরু করেছিল। কিন্তু এখন উল্টো ইউরোপে একের পর এক কারখানা ও কর্মসংস্থান বন্ধ হচ্ছে। ডলার, ইউরো ও পাউন্ডের ওপর থেকে আস্থা সরে যাচ্ছে।
ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর কারণে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, পশ্চিমা এই নিষোজ্ঞা গোটা বিশ্বের জন্য হুমকি
ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি নিয়ে ইউরোপ দরিদ্র দেশগুলোর সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, আগস্টের প্রথম দিকে রপ্তানি শুরুর পর এখন পর্যন্ত মাত্র দুটি খাদ্যশস্যের জাহাজ আফ্রিকায় গেছে।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তুরস্ককে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাত্তা না দিয়ে বিশেষ করে ইউক্রেন থেকে রপ্তানি করা খাদ্যশস্য দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোয় পাঠানো হয়নি, বরং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলোয় নিয়ে যাওয়া হয়েছে।
ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর দেশটির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ ও আমেরিকা।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে