এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২, ০৪:০৯ পিএম
‘স্বাধীন ও গণতান্ত্রিক’ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে নিজের অবস্থান ধরে রাখল ভারত। গত বছরের জুনের পরে ফের জাতিসংঘে ‘সার্বভৌম’ ফিলিস্তিনের পক্ষেই প্রশ্ন করলেন ভারতের প্রতিনিধি আর রবীন্দ্র। তবে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে জঙ্গী সংগঠন বলে অপপ্রচার করছে ভারত সরকার ও সংবাদমাধ্যমগুলো।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইজরায়েল ও ফিলিস্তিন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল ভারত। এদিন আন্তর্জাতিক মঞ্চটিতে ‘স্বাধীন ও গণতান্ত্রিক’ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেই মত দেন ভারতীয় প্রতিনিধি। তিনি বলেন, ”আমি আবারও মনে করিয়ে দিতে চাই ভারত সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। চিহ্নিত ও স্বীকৃত সীমান্তরেখা এবং ইজরায়েলের সঙ্গে শান্তি অবস্থান বজায় রেখে। ওই অঞ্চলে শান্তি স্থাপনের জন্য দু’টি পৃথক রাষ্ট্র গঠন ছাড়া আর কোনও পথ নেই।”
উল্লেখ্য, গত বছরের মে মাসে ইজরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ১১ দিন ধরে রক্তাক্ত লড়াই চলে। এতে কয়েকশো মানুষের মৃত্যু হয়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা। তারপরই মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে যুযুধান দুই পক্ষ। কিন্তু মাঝে মাঝেই গাজা থেকে হামাস মূল ইজরায়েলী ভূখণ্ড লক্ষ করে হামলা চালাচ্ছে। পালটা বিমান থেকে বোমাবর্ষণ করছে ইহুদি দেশটি। সব মিলিয়ে এখনও ওই অঞ্চলে যুদ্ধের মেঘ কাটেনি। এই পরিস্থিতিতে ভারত আগেও স্বাধীন ফিলিস্তিনের পক্ষে প্রশ্ন করেছিল। এবারও সেই অবস্থানই বজায় রাখল নয়াদিল্লি।
এদিন আর রবীন্দ্র আরও বলেন, ইজরায়েল ও ওয়েস্ট ব্যাংকে যেভাবে হামাসের হানা ও হিংসার ঘটনা ঘটছে তাতে ভারত রীতিমতো উদ্বিগ্ন। পাশাপাশি তিনি আরও জানান, ইজরায়েল, জর্ডন, ফিলিস্তিন ও অন্যান্য দেশগুলির তরফে যুদ্ধ রুখতে যে পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে আশাবাদী নয়াদিল্লি।