ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Logo
logo

আইএইএ'র নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাব অগঠনমূলক হবে: উলিয়ানভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ পিএম

আইএইএ'র নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাব অগঠনমূলক হবে: উলিয়ানভ

আইএইএ'র নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাব অগঠনমূলক হবে: উলিয়ানভ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাব পাস করার চিন্তা হবে নেতিবাচক।

আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন ইরান বিরোধী প্রস্তাবের নেতিবাচক ফলাফল সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদকের এক টুইটের প্রতিক্রিয়ায় তিনি ওই হুশিয়ারি উচ্চারণ করেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদকের রিপোর্টে বলা হয়েছিল আগামি সপ্তায় আইএইএ'র নির্বাহী বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাস হবে না। রয়টার্স এবং এএফপি ইতোপূর্বে দাবি করেছে আইএইএ'র নয়া প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা নিশ্চিতভাবে অনুমোদন করা যাচ্ছে না। পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও ওই প্রতিবেদনে অবশিষ্ট ইস্যুগুলোতে পরমাণু শক্তি সংস্থার সাথে ইরান সহযোগিতা করছে না বলে অভিযুক্ত করেছেন। তাঁর ভাষায়-ওই সমস্যাগুলোর ব্যাপারে এ কারণে তেমন কোনো অগ্রগতি হয় নি।

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি আজ গ্রোসির নয়া প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন আগের মতো পরিদর্শন করতে চাইলে পরমাণু সমঝোতার পক্ষগুলোকে চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি মেনে চলতে হবে। নিজেরা প্রতিশ্রুতি পালন না করে নিষেধাজ্ঞা বহাল রেখে ইরানের কাছ থেকে প্রতিশ্রুতি মেনে চলার আশা করা উচিত নয়।

আইএইএ বিগত বছরগুলোতে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের তোলা কিছু ভিত্তিহীন দাবি আমলে নিয়ে বারবার সেগুলো উল্লেখ করছে। তেহরান বরাবরই ওইসব দাবিকে ভুয়া ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এসেছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে