এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০৯ পিএম
বীরের সঙ্গে দেখা করতে মমতাকে তিহার জেলে যেতে হবে’, অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ শুভেন্দুর
অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) বীরের মতো ফেরাতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে এমনই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Mamata Banerjee)। এবার সেই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। শুক্রবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে শুভেন্দুর বক্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বীর বলেছেন, তার সঙ্গে দেখা করতে দিল্লির তিহার জেলে যেতে হবে।”
শুক্রবার শিলিগুড়ি (Siliguri) পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে আক্রমণাত্মক বক্তব্য পেশ করেন। তবে তাঁর আক্রমণের তিরে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন না। শনিবার উত্তরবঙ্গে দু’দিনের সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর তাঁর সফর নিয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, “কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন টাকা তুলতে।”
বিরোধী দলনেতা বলেন, “তৃণমূল কংগ্রেস দলটা সম্পূর্ণ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। দলটা পরিবারবাদ, তোষণ ও দুর্নীতির উপর চলছে। তারা রাজনীতি করছে টাকা তোলার জন্য। তিনি যে ভাবছেন বীর। সেই বীরের সঙ্গে দেখা করার জন্য তিহার জেলে যেতে হবে।” তিনি আরও বলেন, “দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতিবাজদের সম্মান করবে, এটাই তো স্বাভাবিক। এখন আত্মবিশ্বাস না দেখালে তো পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিতে পারবে না। কাল যারা দেখা করতে গিয়েছিল, পঞ্চায়েত প্রধানরা, তারা সব চোর। আর ভাইপো-সহ ডাকাতরা মঞ্চে বসেছিল। আত্মবিশ্বাস বজায় রাখার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত ভোট করবে রাজ্য সরকার।”
এদিন বাগডোগরা বিমানবন্দরে শুভেন্দুকে স্বাগত জানান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ দলীয় কর্মী, সমর্থকরা। বিমানবন্দর থেকে সড়কপথে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন তিনি। যাওয়ার আগে কাওয়াখালি এলাকায় পোড়াঝাড় কাওয়াখালি ভূমি রক্ষা কমিটির আন্দোলনকারী ভূমিহীনদের সঙ্গে তাদের ধরনা মঞ্চে গিয়ে দেখা করেন তিনি। তাঁদের এই আন্দোলনে পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি বলেন, তাঁদের দাবিদাওয়া নিয়ে আগামী দিনে প্রয়োজন হলে উত্তরকন্যা অভিযান হবে। আজই উত্তরবঙ্গর সফর সেরে রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা ফিরে যাবেন শুভেন্দু।সংবাদ প্রতিদিন /২০২২/এনবিএস/একে