ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

জেল থেকে পালিয়েছিল বিচারাধীন বন্দিরা, পিটিয়ে মারল উন্মত্ত জনতা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ পিএম

জেল থেকে পালিয়েছিল বিচারাধীন বন্দিরা, পিটিয়ে মারল উন্মত্ত জনতা!

জেল থেকে পালিয়েছিল বিচারাধীন বন্দিরা, পিটিয়ে মারল উন্মত্ত জনতা!


 জেল (jail) থেকে পালিয়েছিল (escaped) ৫ জন বন্দি(prisoners)। প্রত্যেকেই বিচারাধীন। তবে পালিয়েও শেষরক্ষা হল না। ৫ জনের মধ্যে ৪ জনকেই পিটিয়ে মারল (lynched) ক্ষিপ্ত গ্রামবাসীরা (villagers)।
ঘটনাটি ঘটেছে রবিবার মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিল জেলায়। জওয়াই জেলা সংশোধনাগারে ছিল ওই বিচারাধীন বন্দিরা। তাদের মধ্যে একজন খুনের আসামি বলে জানা গেছে। রবিবার দুপুর ২টো নাগাদ সংশোধনাগারের নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ওই ৫ জন। তাদের খুঁজতে বিশাল বাহিনী নিয়ে পথে নামে পুলিশ।
এরপরেই রবিবার বিকেল নাগাদ একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, কয়েকজন বন্দিকে পিটিয়ে মারছে উন্মত্ত গ্রামবাসীরা। লাঠি, লোহার রড দিয়ে তাদের মারতে দেখা যায় গ্রামের লোকজনকে। গনপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। একজন কোনও মতে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরদের এই আক্রমনের খবর পেয়েছে তারা। তবে ঘটনার জেরে বন্দিদের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেনি পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে তবেই আসল ঘটনা জানানো হবে বলে জানিয়েছে তারা।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে