এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ পিএম
অভিষেকের শ্যালিকাকে মধ্যরাতে তলব, টানটান নাটক সিজিও-র ইডি অফিসে
সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায়নি। কয়লা মামলায় (Coal scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা (sister-in-law) মেনকা গম্ভীরের (Menoka Gambhir) ক্ষেত্রে তাই হল। শনিবার মেনকার ব্যাংকক যাওয়া আটকে দিয়েছিল ইডি (ED)। তারপর রবিবার মধ্যরাতে তাঁকে তলব (summon)করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। যা নিয়ে রবিবার মাঝ রাতে নাটক চলল সিজিও কমপ্লেক্সে।
রাত ১২টা ২০ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন মেনকা। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। অভিষেকের শ্যালিকার আইনজীবীর দাবি, ইডি নোটিস পাঠিয়ে বলেছিল ১২ সেপ্টেম্বর ১২.৩০ A.M.-এ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। সেই মতো গিয়েছিলেন তাঁরা।
জানা গিয়েছে, সেই সময়ে সিজিও-র মূল দরজায় তালা ঝোলানো ছিল। কর্তব্যরত জওয়ানদের মেনকারা জানান, এই সময়ে তাঁদের তলব করা হয়েছে। তারপর তাঁদের ঢুকতে দেওয়া হয়। মেনকা এবং তাঁর আইনজীবী যান পাঁচতলায়। কিন্তু সেখানেও কেউ ছিলেন না। ফলে খানিকক্ষণ অপেক্ষা করে রাত একটা নাগাদ সিজিও থেকে বেরিয়ে আসেন তাঁরা।
সূত্রের খবর, নোটিস পাঠিয়েও ইডির তরফে কারও না থাকাকে হাতিয়ার করে এবার পাল্টা আইনি লড়াইয়ে হাঁটতে পারেন মেনকা গম্ভীর। যদিও এ ব্যাপারে সোমবার পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।
শনিবার ব্যাংকক যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন মেনকা। কিন্তু তাঁর বিদেশযাত্রা আটকে দেয় ইডি। বিমানবন্দর থেকে মেনকা ফিরে যান পঞ্চসায়রের অবসানে। তারপর এই রবিবারের মাঝরাতের ঘটনা। এখন দেখার এই তদন্ত কোন পথে এগোয়।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে