এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম
ভারতে মহারাষ্ট্রের পর উত্তর প্রদেশে লাউডস্পিকারের ওপর কড়াকড়ি
বিজেপিশাসিত উত্তর প্রদেশে পুলিশ অনেক লাউডস্পিকার এবং পিএ মিউজিক সিস্টেমের উপর ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের এডিজি বলেন, লাউডস্পিকার সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ অনুসরণ করা হচ্ছে। আমরা ১২৫টি লাউডস্পিকার নামিয়ে নিয়েছি এবং মানুষ নিজেরাই প্রায় ১৭ হাজার পিএ সিস্টেমের সাউন্ড কমিয়েছে। তিনি বলেন, আলবিদা নামাজের জন্য উত্তর প্রদেশের স্পর্শকাতর জেলাগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। পারসটুডে
এরআগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, লাউডস্পিকারের শব্দ অন্য লোকেদের অসুবিধার কারণ হওয়া উচিত নয়। নতুন জায়গায় এখন লাউডস্পিকার বা মাইক বসাতে দেওয়া হবে না।
মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে আল্টিমেটামও দিয়েছেন ৩ মে’র মধ্যে মসজিদগুলো থেকে লাউডস্পিকার সরানো না হয় তবে তারা সমস্ত মন্দিরে লাউডস্পিকারে ‘হনুমান চালিসা’ পাঠ করবে।