ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

উলভার হ্যাম্পটনের হয়ে প্রিমিয়ার লিগে দিয়াগো কস্তা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম

উলভার হ্যাম্পটনের হয়ে প্রিমিয়ার লিগে দিয়াগো কস্তা

উলভার হ্যাম্পটনের হয়ে প্রিমিয়ার লিগে দিয়াগো কস্তা

সোমবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে দিয়াগো কস্তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে উলভস। ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরো থেকে ১ বছরের চুক্তিতে ক্লাবে যোগ দিয়েছেন কস্তা।

৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন স্পেনের স্ট্রাইকার দিয়াগো কস্তা। ইপিএলের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়ে নতুন মৌসুমে মাঠ মাতাবেন তিনি। 

গত জানুয়ারিতে আতলেতিকো মিনেইরো ছাড়ার পর থেকে ক্লাবহীন ছিলেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

গত বছরের অগাস্টে ব্রাজিলিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছিলেন কস্তা। উলভারহ্যাম্পটনে যোগ দেওয়াকে সামনে রেখে গত বৃহস্পতিবার মেডিকেল সম্পন্ন হয় কস্তার।

চোটের কারণে মাঠের বাইরে থাকা ফরোয়ার্ড সাসা কালাইজিচের কাভার হিসেবে সাবেক চেলসি তারকাকে দলে। 

কস্তা ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম মেয়াদে খেলেন আতলেতিকো মাদ্রিদে। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে টপকে দলটির লা লিগা শিরোপা জয়ে বড় অবদান ছিল ২৭ গোল করা কস্তার।

একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল আতলেতিকো, শেষ পর্যন্ত ৪-১ গোলে হেরে যায় নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে।

২০১৪ সালে থেকে চেলসিতে যোগ দিয়েও দারুণ সময় কাটান কস্তা। ২০১৪-১৫ ও ২০১৬-১৭ মৌসুমে দলটির প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি। দুই মৌসুমেই ২০টি করে গোল করেন তিনি।

চেলসি অধ্যায় শেষে ২০১৮ সালের জানুয়ারিতে আতলেতিকোতে ফিরে যান কস্তা। তবে চোটের কারণে ফেরাটা সুখকর হয়নি।

তিন বছরে মাত্র ৪৩ ম্যাচে শুরুর একাদশে জায়গা পান, জালের দেখা পান ১২ বার।