ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন ইতালিকে ইউরো জেতানো অধিনায়ক কিয়েল্লিনি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন ইতালিকে ইউরো জেতানো অধিনায়ক কিয়েল্লিনি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন ইতালিকে ইউরো জেতানো অধিনায়ক কিয়েল্লিনি

২০২১ সালে ৫৩ বছর পর জর্জিও কিয়েল্লিনির নেতৃত্বে ইউরো শিরোপা জয় করে ইতালি। দলের এত বড় অর্জন মাত্র ৯ মাস পরেই হাতাশার মেঘে ঢেকে পরে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ০-১ গোলের পরাজয়ে। মূলত এই হারে বাছাই পর্বেই বিশ্বকাপ মিশন থেমে যায় চার ব্যারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। কিয়েল্লিনি জানিয়েছেন, আসছে জুনে ওয়েম্বলিতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটির পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি। 

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন কিয়েল্লিনি। আসছে জুনে জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হবে ৩৭ বছর বয়সি ফুটবলার কিয়েল্লিনির। ২০০৪ সালে ইতালির হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৬টি ম্যাচ খেলেছেন তিনি।