ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

রামগড়ে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় ১০ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক


মোঃ বাহার উদ্দিন   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২২, ০৯:২১ পিএম

রামগড়ে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় ১০ লাখ টাকার ভারতীয় শাড়ী আটক

খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশ ভারত সীমান্তে চোরাচালানীদের ফেলে যাওয়া  ১০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে ৪৩ বিজিবি। শনিবার ১০ সেপ্টেম্বর রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বিওপির বিজিবির ১১ সদস্যের একটি টহল দল এই ভারতীয় শাড়ি জব্দ করে। 

রামগড় বিওপির কোম্পানি কমান্ডার  অসীম মারাক জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার  বল্টুরাম এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়িগুলো উদ্ধার করে বি জি বি। ধারনা করা হচ্ছে বি জি বির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়ি গুলো ফেলে পালিয়ে যায়। 

উদ্ধারকৃত শাড়ির মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানা গেছে।  বিজিবি জানায় উদ্ধারকৃত শাড়ী সীতাকুণ্ড কাস্টম অফিসে  জমা দেওয়ার প্রক্রিয়া চলছে । 

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান পি এস সি জানান সীমান্তে চোরাচালান ও অপরাধ মুলক কর্মকান্ড দমনে বিজিবি সবসময় জিরো টলারেন্স দেখাবে এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।