ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

কেন্দ্রীয় সরকার চাকরির প্রতিশ্রুতি রক্ষা করেনি: মীনাক্ষী মুখার্জি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৯ পিএম

কেন্দ্রীয় সরকার চাকরির প্রতিশ্রুতি রক্ষা করেনি: মীনাক্ষী মুখার্জি

কেন্দ্রীয় সরকার চাকরির প্রতিশ্রুতি রক্ষা করেনি: মীনাক্ষী মুখার্জি

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি বলেছেন কেন্দ্রীয় সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি, তারা রেলওয়েসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী সঙ্কোচনের ষড়যন্ত্র করছে।

তিনি আজ (শুক্রবার) কোলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন। একইসঙ্গে তিনি রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবি ও অন্যান্য ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে আগামী ২০ সেপ্টেম্বর এ সব বিষয়ে কোলকাতার ধর্মতলায় প্রতিবাদ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন।    

মীনাক্ষী মুখার্জি আজ বলেন, ‘কাজ, শিক্ষার দাবিতে, দুর্নীতির  প্রতিবাদে এবং সাম্প্রতিক সময়ে রাজ্যের সরকার ও প্রশাসনের দ্বারা এ রাজ্যের প্রতিবাদী চরিত্র এবং প্রতিবাদী মুখকে হত্যা করা হয়েছে তার নাম আনিস খান। তার খুনীদের শাস্তির দাবিতে আমরা আগামী ২০ সেপ্টেম্বর কোলকাতার ধর্মতলায় গোটা রাজ্যের ছাত্র-যুবদের নিয়ে আমরা সমাবেশ করতে চলেছি। আমরা ওই সমাবেশে আসার জন্য সাধারণ স্তরের একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের সব মানুষের কাছে আহ্বান জানিয়েছি।’   

তিনি বলেন, ‘গোটা দেশ ও রাজ্য জুড়ে সমাজের কাছে যেটা মূল সমস্যা সেটা হল, বেকারত্ব। গোটা দেশে বেকারির হার সর্বোচ্চ  পর্যায়ে যাচ্ছে। দেশের সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বছরে ২ কোটি বেকার ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার। কিন্তু দেশে একটার পর একটা সরকারি সংস্থা, যে জায়গাগুলোকে স্বাধীনতার পরে  দেশের সরকার সমাজতান্ত্রিক ধাঁচের একটা সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এগুলোকে সরকারিকরণ করেছিল, রাষ্ট্রীয়করণ করেছিল, আজকে সেগুলোকেই তারা বেচে দিচ্ছে, লীজ দিয়ে দিচ্ছে, মর্টগেজ দিচ্ছে এভাবে বেসরকারিকরণ করছে।’  

মীনাক্ষী মুখার্জি আরও বলেন, ‘বিভিন্ন সেক্টরে পদের বিলুপ্তি  ঘটানো হচ্ছে। সম্প্রতি রেলের ৮০ হাজার পদকে তুলে দেওয়া  হয়েছে, ২২ লাখ রেলের চাকরি ছিল, আজকে তা সাড়ে পাঁচ লাখে নামিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে দেশের সরকার। তার কর্পোরেট বন্ধুদের সঙ্গে এটা মিলেমিশে করছে। এটা আদতে গোটা দেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং যুব সম্প্রদায়ের উপরে একটা বড় আঘাত বা খাঁড়ার ঘা নিয়ে আসতে চাচ্ছে।’ এ ব্যাপারে তিনি সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পে অস্থায়ী নিয়োগের প্রসঙ্গ উল্লেখ করা সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সরকারের সমালোচনায় সোচ্চার হন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে