ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

বার্সেলোনার নতুন চুক্তিতে আরাহোর রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২২, ১০:০৪ পিএম

বার্সেলোনার নতুন চুক্তিতে আরাহোর রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

বার্সেলোনার নতুন চুক্তিতে আরাহোর রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

২০১৯ সালে উরুগুয়ের ক্লাব বোস্টন রিভার থেকে ১৭ লাখ ইউরোতে ব্যয়ে উরুগুয়ের ডিফেন্ডার রোনালদো আরাহোকে দলে আনে বার্সেলোনা। সম্প্রতি তার সঙ্গে চার বছর মেয়াদের নতুন চুক্তি করেছে বার্সেলোনা। চুক্তিতে আরাহোর রিলিজ ক্লোজ প্রায় ৫৮৮ গুণ বাড়িয়ে ১০০ কোটি ইউরো করা হয়েছে। স্পোর্টসমল 

নিজেদের অফিসিয়াল এক বিবৃতিতে বার্সোলোনা বলেছে, ২০২৫-২০২৬ মৌসুম পর্যন্ত আরাহো বার্সেলোনাতেই থাকছেন।  বার্সেলোনাতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত দলটির হয়ে মোট ৭৮টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। যেখানে বার্সার জালে ১৩টি ম্যাচে প্রতিপক্ষ দল একবারও বল পাঠাতে পারেনি। বার্সেলোনার হয়ে আরাহো ৬টি গোল করেছেন, যার একটি লা-লিগায় শেষ এল-ক্লাসিকোতে। যেখানে চিরপ্রতিদ্বন্ধী রিয়াল মাদ্রিদকে ০-৪ গোলে হারিয়েছিলো বার্সেলোনা।