ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

অসমে, সরকার সমস্ত স্কুলে রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৯ পিএম

অসমে, সরকার সমস্ত স্কুলে রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে

অসমে, সরকার সমস্ত স্কুলে রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে
 
ভারতে বিজেপিশাসিত অসম সরকার রাজ্যের সমস্ত স্কুলে এবং সমস্ত অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে।

অসম সর্বশিক্ষা অভিযান মিশন দ্বারা প্রকাশিত একটি চিঠিতে বলা হয়েছে,  ‘আপনাকে এতদ্বারা জানানো হচ্ছে যে রাজ্য সঙ্গীত 'ও মোর আপোনোর দেশ' (ও আমার নিজের দেশ) স্কুলে গাওয়া হবে, সকালের প্রার্থনা সমাবেশ ব্যতীত, যে কোনও বিশেষ অনুষ্ঠান এবং সভা ইত্যাদির সময় গাওয়া উচিত।'      

গত ১৪ সেপ্টেম্বর জারি করা এ সংক্রান্ত চিঠিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অসম সর্বশিক্ষা অভিযান মিশনের জেলা মিশন সমন্বয়কারী এবং সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের সম্বোধন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সকলের কাছে সহজলভ্য করতে কেন্দ্রীয় সরকারের বড় কর্মসূচি 'সর্বশিক্ষা অভিযান' বাস্তবায়নের লক্ষ্যে অসম সর্বশিক্ষা অভিযান মিশন চলছে। 

অল অসম স্টুডেন্টস ইউনিয়নের উপদেষ্টা সমুজ্জল ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন,  বেশিরভাগ স্কুলে রাজ্য সঙ্গীত গাওয়া হয়। অসম জাতীয় বিদ্যালয়গুলোতে (স্থানীয় ভাষার স্কুল) ক্লাসের আগে এটি গাওয়া হয়। রাজ্য সঙ্গীত মাতৃভূমির (অসম) প্রতি দেশপ্রেমের অনুভূতি জাগায়। 

তিনি বলেন, ‘আমরা জাতীয় সঙ্গীতকে সম্মান করি, কিন্তু এটি আমাদেরকে (রাজ্য সঙ্গীত) গাওয়া থেকে ছাড় দেয় না। রাজ্য সঙ্গীতও গুরুত্বপূর্ণ।’  

বলা হয়েছে,  অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগুর অনুমোদন নিয়ে ওই নির্দেশনা জারি করা হয়েছে। সর্বশিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর ড. ওম প্রকাশের মতে, প্রাথমিক শিক্ষা বিভাগের সচিব ড. বিজয়া চৌধুরী ওই চিঠিটি জারি করেছেন।    

অসমীয়া কবি এবং ঔপন্যাসিক লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার লেখা, 'ও মোর আপোনোর দেশ' গানটি ১৯২৭ সালে রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। গানটির প্রথম অনুচ্ছেদের অনুবাদ কিছুটা এরকম- 'হে আমার প্রিয় দেশ/ হে আমার ভালো দেশ/এত উদার, এত প্রাচুর্য/এত কাছে প্রিয় দেশ।’ (যাতে অসমকে একটি ‘দেশ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।)  প্রসঙ্গত, গতমাসে,  বিজেপিশাসিত কর্ণাটক সরকার স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ‘জাতীয় সঙ্গীত’ গাওয়া বাধ্যতামূলক করেছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে