এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৯ পিএম
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ নিরপেক্ষ নয় : শান্তনু সেন
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেতা শান্তনু সেন এমপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।
পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অন্য কর্মকর্তারা সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন। বর্তমানে কেউ বা জেলে আছেন কেউ বা সিবিআই হেফাজতে রয়েছেন। তাদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
এ প্রসঙ্গে আজ তৃণমূল নেতা শান্তনু সেন এমপি বলেন, ‘তদন্ত ও বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলব না। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মতো বিজেপি সরকার নয়। যিনি বলেন যে, আমি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী যা হেচ্ছে তাই বলব। সেজন্য বিচারাধীন বিষয়ে কিছু না বললেও ১৯৬৩ সালে তৈরি হওয়া সিবিআইয়ের এই নিরপেক্ষহীনতা নিয়ে নিশ্চিত করে বলব। আমরা দেখছি একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি করে বলে এধরণের নেতা-নেত্রীদের কেশাগ্র স্পর্শ করা হয় না। সিবিআইয়ের এফআইআরে বিরোধী দলনেতার নাম থাকা সত্ত্বেও তার কেশাগ্র স্পর্শ করা হয় না। ’
তিনি বলেন, ‘হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে এক ঝাঁক বিজেপি নেতার বিরুদ্ধে সিবিআইয়ের মামলায় তাদের নাম রয়েছে তাদের কিছুই বলে না সিবিআই। কিন্তু আমরা দেখছি বিগত কয়েক বছরে ৫৭০ জন শুধুমাত্র বিরোধী দলনেতা-নেত্রীর বিরুদ্ধে সিবিআই-ইডিকে কাজে লাগায় বিজেপি সরকার। গত ২১ জুলাইয়ের পর থেকে পশ্চিমবঙ্গে ১০ জন তৃণমূল নেতা-নেত্রীর বিরুদ্ধে ইডি-সিবিআই রেইড হয়েছে। তখন তাদের নিরপেক্ষহীনতা নিয়ে আমাদের প্রশ্ন থাকেই।’ বিভিন্ন দুর্নীতি যারা যুক্ত তাদের বিরুদ্ধে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করুক বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা শান্তনু সেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে