এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম
পার্থ-অর্পিতার মোট ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, আদালতে চার্জশিট পেশ ইডির
আজ, সোমবার ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করবে ইডি। পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chaterjee)গ্রেফতারির ৫৮ দিনের মাথায়। সূত্রে জানা গেছে, মোট ১০৩ কোটির স্থাবর ও অস্থাবর সম্পত্তি উদ্ধার করেছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ও অর্পিতা মুখোপাধ্যায়–সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালতে নথি পেশ করতে চলেছে ইডি।
সিজিও কমপ্লেক্স থেকে ট্যাঙ্ক ভর্তি নথি নিয়ে ব্যাঙ্কশাল আদালতের দিকে রওনা হয়েছে ইডি। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাট, বাগানবাড়ি, জমি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি (Partha Chaterjee)।
গত ২২ জুলাই শুক্রবার, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিস ইডি। তার পর টানা জিজ্ঞাসাবাদ চলে। সেদিনই গভীর রাতে পার্থকে গ্রেফতার করা হয়। এবং একইসঙ্গে অর্পিতার টালিগঞ্জের আবাসনেও হানা দেয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয় নগদ ২২ কোটি টাকা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও প্রায় ২৮ কোটি টাকা পাওয়া যায়।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে