এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৭:০৯ পিএম
ডিম-মুরগির সঙ্গে বেড়েছে সবজির দাম
চট্টগ্রামের বাজারগুলোতে সপ্তাহখানেক ধরে ব্রয়লার মুরগির ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মুরগির মাংস এবং সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে হওয়া বৃষ্টির প্রভাব পড়েছে বেশিরভাগ সবজির দামে। সবজি ভেদে দাম ১০-২০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন তারা। তবে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লাউ কেজি প্রতি ৪০-৫০, টমেটো ১২০-১৩০, মিষ্টি কুমড়া ৩০-৪০, বেগুন ৭০-৯০, কাঁচা পেঁপে ২০-২৫, বরবটি ৭০-৮০, আলু ৩০, শসা ৬০-৭০, বাঁধাকপি ৪০-৫০, ঢেড়শ ৫০, করলা ৭০-৭৫, পটল ৫০-৬০, কচুর ছড়া ৫০-৬০, কাঁকরোল ৫০-৬০, কচুর লতি ৪০, ঝিঙ্গা ও মুলা ৫০-৬০ এবং গাজর ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ২৫০-৩০০ টাকায় উঠলেও এখন ৫০-৬০ টাকায় নেমে এসেছে।
চক বাজারের সবজি বিক্রেতা মো. রফিক জানান, গত কয়েকদিনে সব ধরনের সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে গত আগস্ট মাসের শেষের দিকে চালের দাম বস্তাপ্রতি ২০০-২৫০ টাকা কমে আসলেও গত সপ্তাহ থেকে আবারও বাড়তি দামে বিক্রি হচ্ছে। খুচরায় গত এক সপ্তাহের মধ্যে কেজিপ্রতি ২-৩ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালের দাম। পাইকারিতে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।
মাছের বাজার গত সপ্তাহের মত এ সপ্তাহেও চড়া। ভরা ইলিশের মৌসুমে বিভিন্ন আকারের ইলিশে বাজার ভর্তি হলেও দাম এখনো কমেনি। ছোট আকারের ইলিশ ৪০০, মাঝারি ইলিশ ৬০০-৭০০ এবং বড় আকারের ইলিশ ১২০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রুই ২০০-২৫০, তেলাপিয়া ১৫০-১৮০, কাতাল ২৫০-৩০০, চিংড়ি ৩৫০-৮০০, রূপচাঁদা ৩৫০-৭০০, পাবদা ৪৫০-৫০০, লইট্যা ১৪০-১৬০, পাঙ্গাস ১৫০-২০০, দেশি কৈ ৪০০-৫৫০, শিং ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মাংসের বাজারে বিভিন্ন ধরনের মুরগীর দাম চড়া রয়েছে। গত প্রায় এক মাস ধরে বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৭০ টাকা বিক্রি হয়ে আসছে। এ সপ্তাহেও বেশিরভাগ বাজারে ১৭০ টাকা বিক্রি হচ্ছে। তবে কোনো কোনো বাজারে ১৬০-১৬৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। লেয়ার মুরগি ২৮০-২৯০, সোনালী মুরগি ৩০০-৩২০ এবং দেশি মুরগি ৪৫০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগে ব্রয়লার মুরগীর ডিমের দাম ডজনপ্রতি ১২০-১২৫ টাকায় নেমে এসেছিল। কিন্তু সপ্তাহখানেক থেকে আবারও বেড়ে ১৪০-১৪৫ এবং হাঁসের ডিম ১০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগীর ডিম ১৫৫-১৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস গত সপ্তাহের মত ৬৮০-৭৫০ এবং খাসির মাংস ৯৩০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।