এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ০২:০৪ এএম
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া আবারো সিরিয়ার মালিকানাধীন গোলান মালভূমি ইহুদিবাদী ইসরাইল কর্তৃক জোরপূর্বক দখলদারিত্বের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, কৌশলগত এই এলাকায় তেল আবিব শাসকগোষ্ঠী তার অবৈধ বসতি সম্প্রসারণের যে পরিকল্পনা করছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে।
গতকাল (সোমবার) ফিলিস্তিন ইস্যুসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। নেবেনজিয়া বলেন, অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনা আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করবে।
১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল কখনোই এর স্বীকৃতি দেয়নি। দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশগুলো ইসরাইলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করে আসছে। .
চলতি বছরের শুরুতে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেন, অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন প্রক্রিয়া শুরু করার বিষয়ে তেল আবিব সরকারের পরিকল্পনা নিয়ে মস্কো উদ্বিগ্ন। তিনি বলেন, এই পদক্ষেপ ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে