ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

পাল্টাপাল্টি পদক্ষেপ; ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০২:০৪ এএম

পাল্টাপাল্টি পদক্ষেপ; ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

পাল্টাপাল্টি পদক্ষেপ; ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

 

এবার জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এটি মস্কোর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

ইউক্রেনে রুশ অভিযানের প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মানি বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। তখনি রাশিয়া একে বার্লিনের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করে জার্মান কূটনীতিক বহিষ্কারের ইঙ্গিত দিয়েছিল।

গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল তারা। রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তা হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই ৪০ ব্যক্তিকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে রাশিয়া।

ধারণা করা হচ্ছে, ৪০ জনকে বহিষ্কার করা হলেও শতাধিক মানুষের ওপর রাশিয়ার এ সিদ্ধান্তের প্রভাব পড়বে। কারণ, কূটনীতিকদের পাশাপাশি তাদের স্বজনেরাও মস্কো ছাড়তে বাধ্য হবেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়।