এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম
বাম ছাত্র-যুবদের জেদ বজায় রইল, তৃণমূলের মোনোপলি ভেঙে একুশে জুলাইয়ের জায়গাতেই সভা
গত সপ্তাহে প্রেস ক্লাবে বসে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছিলেন, পুলিশ অনুমতি দেয়নি। কিন্তু ২০ সেপ্টেম্বর বাম ছাত্র-যুবদের (SFI-DYFI) ইনসাফ সভা (Rally) হবে ভিক্টোরিয়া হাউসের সামনেই।
তারপর দেখা যায়, সোমবার পুলিশ অনুমতি দিয়েছে ঘুপছি ওয়াই চ্যানেলে সভা করার।সেখানে মঞ্চ বাঁধা হয়। কিন্তু তিনটে মিছিল যখন ধর্মতলায় পৌঁছল, তখন কার্যত লাল তরঙ্গে ভেসে গেল শহরের প্রাণ কেন্দ্র। পুলিশকে একপ্রকার বোকা বানিয়েই ভিক্টোরিয়া হাউসের সামনে অস্থায়ী মঞ্চ বেঁধে ফেলল বামেরা। আর কূল ছাপানো জমায়েত।
পুলিশ অনুমতি দেয়নি। কিন্তু তার তোয়াক্কা না করে তৃণমূল যেখানে একুশে জুলাইয়ের সভা করে সেখানেই জমায়েতকে বসিয়ে দিল সিপিএমের ছাত্র-যুবরা। যে জমায়েত দেখে অনেকেই বলছেন, সংগঠিত এবং কৌশলী।
তৃণমূল জমানায় রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। তাতে বলা হয়েছিল, ২১ জুলাই ওই জায়গায় শুধু তৃণমূলই সভা করতে পারবে। বছরের আর কোনও দিন আর কোনও দল তা পারবে না। একই নির্দেশিকায় বলা হয়েছিল, ৩১ অগস্ট খাদ্য আন্দোলনের শহিদ দিবসে বামেরা কেবল সভা করতে পারবে এসপ্ল্যানেড ইস্টে। বাদবাকি যা করার তা করতে হবে রানি রাসমণিতে। কিন্তু এদিন যা ছবি তৈরি হল তাতে সেই নির্দেশিকা কার্যত লাটে উঠেছে।
বাম ছাত্র-যুবদের বক্তব্য ছিল, দু’মাস আগে এই জায়গায় তৃণমূল সভা করতে পারলে তারা কেন পারবে না। অনেকের মতে, সিপিএমের মধ্যে যে রেওয়াজ তৈরি হয়েছিল পুলিশের কথা শুনে নেওয়া, সেটাও এদিন ভেঙে গেল। বিনা সংঘাতে নিজেদের শক্তি দেখাল সিপিএমের ছাত্র-যুবরা। জেদ বজায় রইল।
।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে