ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম

শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া

শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব নয়: রাশিয়া

রাশিয়া বলেছে, সংলাপের মাধ্যমে ইউক্রেনের সাথে চলমান সংঘর্ষ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ একথা বলেন।

সাংবাদিকরা তার কাছে জানতে চান- কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের কোনো পথ আছে কিনা? জবাবে পেসকভ বলেন, এই মুহূর্তে এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

শান্তি আলোচনা বাতিল করার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে আসছে। গত মার্চ মাসের শেষ দিকে দুই পক্ষ শান্তি চুক্তি ব্যাপারে একটি খসড়া নিয়ে আলোচনা করেছিল যা বাস্তবায়ন হলে ইউক্রেন একটি নিরপেক্ষ রাষ্ট্র হতো এবং এর বিপরীতে নিরাপত্তার নিশ্চয়তা পেত। কিন্তু এপ্রিল মাসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে এই আলোচনা বাতিল করে। ইউক্রেনের ওই অভিযোগ রাশিয়া অস্বীকার করে আসছে।

শান্তি আলোচনার বাতিলের পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে আসছেন যে, তার দেশ শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার মধ্যদিয়েই সন্তুষ্ট হবে। তার এ বক্তব্যের জবাবে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, “জেলেনস্কি প্রকাশ্যে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন এবং যুদ্ধ করতে চাইছেন; ঠিক আছে তাই হোক।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে