এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ১১:০৪ এএম
ইরান-সৌদি বৈঠক ইতিবাচক, হজে যেতে পারেন ৪০ হাজার ইরানি
সৌদি আরবের সঙ্গে ইরানের পঞ্চম দফা বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
তিনি আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেছেন, দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদির পাশাপাশি হজ নিয়েও কথা হয়েছে বলে জানান এই মুখপাত্র।
সাঈদ খাতিবজাদে বলেন, হজের বিষয়ে যে আলোচনা হয়েছে তা থেকে মনে হচ্ছে প্রায় ৪০ হাজার ইরানি হজ করার সুযোগ পাবেন।
সম্প্রতি ইরাকের মধ্যস্থতায় বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্যদিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।
ইরান ও সৌদি আরবের মধ্যে বৈঠক আয়োজনের ক্ষেত্রে ইরাকের পাশাপাশি ওমানেরও ভূমিকা রয়েছে। সৌদি আরব ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নেই।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে