ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

কর্ণাটকের হিন্দু সংগঠনের আবেদন- মুসলমানদের দোকান থেকে সোনা কিনবেন না


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ১১:০৪ এএম

কর্ণাটকের হিন্দু সংগঠনের আবেদন- মুসলমানদের দোকান থেকে সোনা কিনবেন না

কর্ণাটকের হিন্দু সংগঠনের আবেদন- মুসলমানদের দোকান থেকে সোনা কিনবেন না

ভারতে কর্ণাটকের কট্টরপন্থী হিন্দু সংগঠন ‘শ্রী রাম সেনা’র প্রতিষ্ঠাতা প্রমোদ মুথালিক হিন্দুদের কাছে মুসলিম দোকান থেকে সোনা না কেনার আবেদন জানিয়েছেন। বিশেষ করে কেরালায় বসবাসকারী মানুষের কাছে ওই আবেদন জানিয়েছেন মুথালিক।

হিন্দি গণমাধ্যম ‘আজতক’সূত্রে প্রকাশ, তিনি বলেন, আমরা কখনোই কোনো সাম্প্রদায়িক বিবাদ শুরু করি না। কিন্তু ‘হালাল গোশত’ইস্যুতে আমরা সোচ্চার থাকব। আগামীদিনে, আমরা নিশ্চিত করব যে হিন্দুরা হালাল গোশত কেনা সম্পূর্ণভাবে বন্ধ করবে। আমরা হিন্দুদের কাছে এটাও আবেদন জানাই যেন তারা মুসলমানদের দোকান থেকে সোনা না কেনে। মালাবার, জয় আলুকাস (কেরালার অন্তর্গত)-এর মত বড় দোকানের মালিকরা কেরালার সন্ত্রাসী সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।   

প্রমোদ মুথালিকের দাবি, কেরালায় ৮০০ জনেরও বেশি হিন্দু কর্মীকে হত্যা করা হয়েছে। এই মানুষগুলোকে কোনো সম্পত্তি বা অপরাধমূলক সমস্যার কারণে হত্যা করা হয়নি, বরং তারা হিন্দু কর্মী এবং হিন্দু কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি তারা হিন্দু সংগঠনের সদস্য ছিলেন। এসব খুন ও সন্ত্রাসী হামলার জন্য দায়ী ব্যবসায়ীরা।

তিনি বলেন, ওই ব্যবসায়ীদের আমাদের অর্থের প্রয়োজন এবং পরে এই টাকা হিন্দুদের বিরুদ্ধে ব্যবহার করে। তাই আমরা চাই হিন্দুরা যেন মুসলমানের দোকান থেকে সোনা না কেনে। অক্ষয় তৃতীয়ার উৎসব আসতে চলেছে। এমতাবস্থায় হিন্দু সমাজের উচিত শুধু হিন্দু জুয়েলার্সের কাছ থেকে সোনা কেনা। শ্রী রাম সেনা এই অভিযানকে পূর্ণ সমর্থন করবে বলেও ‘শ্রী রাম সেনা’র প্রতিষ্ঠাতা প্রমোদ মুথালিক মন্তব্য করেছেন।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে