ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

গুজরাটের মানুষ বিজেপির ২৭ বছরের শাসনে ক্লান্ত, এবার পরিবর্তনের সময় এসেছে : রাঘব চাড্ডা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৯ পিএম

গুজরাটের মানুষ বিজেপির ২৭ বছরের শাসনে ক্লান্ত, এবার পরিবর্তনের সময় এসেছে : রাঘব চাড্ডা

গুজরাটের মানুষ বিজেপির ২৭ বছরের শাসনে ক্লান্ত, এবার পরিবর্তনের সময় এসেছে : রাঘব চাড্ডা

ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ‘আম আদমি পার্টি’র (আপ) যুব নেতা রাঘব চাড্ডা বলেছেন, গুজরাটের মানুষ ২৭ বছরের বিজেপি শাসনে ক্লান্ত। এবার পরিবর্তনের সময় এসেছে। তিনি আজ (শনিবার) প্রথমবারের মতো গুজরাটে পৌঁছে ওই মন্তব্য তিনি।

‘আপ’ নেতা ও সংসদ সদস্য রাঘব চাড্ডাকে গুজরাট নির্বাচনের সহ-ইনচার্জ হিসেবে নিযুক্ত করেছে ‘আম আদমি পার্টি’। রাঘব চাড্ডা পাঞ্জাব বিধানসভা নির্বাচনে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, সেজন্য তাকে এবার বিজেপিশাসিত গুজরাটেও  ‘আম আদমি পার্টি’র নির্বাচনী কৌশল তৈরি করতে দেখা যাবে।   

রাজকোটে আজ রাঘব চাড্ডা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২৭ বছরের বিজেপি শাসনে মানুষ আজ ক্লান্ত। আসন্ন বিধানসভা নির্বাচনের বিষয়ে আজ প্রত্যেক গুজরাটির মনে কেবল তিনটি জিনিস রয়েছে। প্রথমত, পরিবর্তন, দ্বিতীয়ত, পরিবর্তন এবং  তৃতীয়ত, পরিবর্তন। জনগণ ‘আপ’-এর শাসনের মডেল চেষ্টা করতে চায় এবং একটি সৎ ও জনবান্ধব সরকার চায়।’

রাঘব চাড্ডা বলেন, ‘দিল্লির লোকেরা যেভাবে ১৫ বছরের কংগ্রেস শাসনকে উৎখাত করেছিল এবং বলেছিল আমি তোমাকে ভালবাসি কেজরিওয়াল, ইলেকট্রনিক ভোটযন্ত্রে ঝাটা চিহ্নের বোতাম টিপেছিল। তারা অন্য কোনও দলের দিকে ফিরে তাকায়নি। একইভাবে, পাঞ্জাবের জনগণ ৫০ বছরের কংগ্রেস এবং আকালি দলের সরকারকে উৎখাত করে আম আদমি পার্টির সরকার গঠন করেছে। সেভাবেই ২৭ বছরের বিজেপি শাসনের পরে এবার গুজরাটে পরিবর্তনের সময় এসেছে।’

রাঘব চাড্ডা আরও বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী ও ‘আপ’প্রধান অরবিন্দ কেজরিওয়ালের শাসনের মডেল মানুষের জীবন পরিবর্তন করছে, তাই লোকেরা এটি গ্রহণ করতে চায়। গুজরাটের পরবর্তী বিধানসভা নির্বাচন ‘আম আদমি পার্টি’ বনাম বিজেপি’র মধ্যে হবে বলেও মন্তব্য করেন ‘আপ’ নেতা রাঘব চাড্ডা এমপি।

খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে