ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

করোনায় আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ১২:০৪ পিএম

করোনায় আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

করোনায় আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কোভিড-১৯ পরীক্ষায় হ্যারিসের ফল ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত কোড়েছেণ তার প্রেস সেক্রেটারি ক্রিস্টেন অ্যালেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) অ্যালেন বলেন, কোভিড আক্রান্ত হলেও ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের শরীরে কোনও উপসর্গ নেই। তিনি এখন কোয়ারেন্টিনে থাকবেন এবং নিজের বাসভবনের দফতর থেকেই দায়িত্ব পালন করে যাবেন। আপাতত বাড়িতে স্বাভাবিক কাজকর্ম চালানোর পর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই হ্যারিস হোয়াইট হাউজে ফিরবেন।।

এর আগে, গত মার্চে কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ কোভিড আক্রান্ত হয়েছিলেন। সে সময় কয়েক সপ্তাহ নিভৃতবাসে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম এই নারী ভাইস প্রেসিডেন্ট। সেই সময় হোয়াইট হাউজের ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানেও অংশ নেননি তিনি। যদিও তখন হ্যারিসের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ ছিল।