ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

মেয়র সাদিক খান বললেন সম্পূর্ণ অগ্রহণযোগ্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৯ পিএম

মেয়র সাদিক খান বললেন সম্পূর্ণ অগ্রহণযোগ্য

মেয়র সাদিক খান বললেন সম্পূর্ণ অগ্রহণযোগ্য

ব্রিটেনের রাজধানী লন্ডনে ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী যে সহিংস বিক্ষোভ হয়েছে তাকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। এই বিক্ষোভ ঠেকাতে গিয়ে বেশ কয়েকজন ব্রিটিশ পুলিশ আহত হয়েছেন।

সোমবার সাদিক খান এক টুইট বার্তায় বলেন, “গতরাতে যে দৃশ্যের অবতারণা হয়েছে তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। একটা ছোট্ট অংশের মানুষ এই সহিংসতার জন্য দায়ী, এদেরকে বিচারের আওতায় আনতে হবে।”

বিক্ষোভের ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে- বিক্ষোভকারীরা চিৎকার করছে এবং পুলিশ কর্মকর্তাদের ধাক্কা দিচ্ছে। এসব পুলিশ ইরানি দূতাবাসের সামনে কর্ডন সৃষ্টি করেছিল যাতে বিক্ষোভকারীরা দূতাবাস পর্যন্ত পৌঁছাতে না পারে। সহিংস ওই ঘটনার ফুটেজে আরো দেখা গেছে- কিছু লোক পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছে এবং এক ব্যক্তির সঙ্গে দুই পুলিশ কর্মকর্তা মারামারি করছেন।

স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, রোববারের ওই ঘটনায় মেট্রোপলিটন পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে সাদিক খান বলেন, পুলিশের সঙ্গে যারা সহিংসতায় লিপ্ত হয়েছিল তাদের সম্পর্কে তথ্য জানা থাকলে ১০১ নাম্বারে ফোন করে জানাতে অনুরোধ করা হচ্ছে। তথ্য প্রদানকারী ব্যক্তিদের বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হবে।

ইরানে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র সারা দেশে হিজাব-বিরোধী বিক্ষোভ ছড়িয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি চক্র। তারই অংশ হিসেবে লন্ডনে ইরান দূতাবাসের সামনে ওই সহিংস বিক্ষোভে অংশ নিয়েছে একদল লোক।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে