এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ১২:০৪ পিএম
দুর্নীতির দায়ে অং সান সু চির ৫ বছর কারাদণ্ড
বুধবার মিয়ানমারের জান্তা সরকার শাসিত একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেন।
সু চির বিরুদ্ধে দায়ের করা ১১টি দুর্নীতির অভিযোগের মধ্যে এই মামলাটিই ছিলো প্রথম। প্রতিটি মামলায় সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ ১৫ বছর। মিয়ানমারের জান্তা আদালত ৭৬ বছর বয়সী এই নেতাকে নগদ ৬ লাখ ডলার ও স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে।
এর আগে দুটি অপরাধে সু চিকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের সাজা দেন জান্তার আদালত।
জান্তা সরকারের কড়াকড়ির মধ্যেই সু চির এই বিচারকার্য হচ্ছে। সেখানে কোনো গণমাধ্যমকর্মী উপস্থিত নেই। এমনকি সু চির আইনজীবিদের গণমাধ্যমের সঙ্গে কথা বলাও নিষেধ।
আন্তর্জাতিক সম্প্রদায় সু চির এ বিচারকে ‘প্রহসন’ অ্যাখ্যা দিয়েছে। সামরিক জান্তা জানায়, স্বাধীন আদালতে যথাযথ প্রক্রিয়াতেই এনএলডি নেত্রীর বিচার হচ্ছে।