ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ১২:০৪ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১-এ অবস্থিত লেকচার থিয়েটারে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে  এ মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের সামনের দিকে দৃষ্টি রাখতে হবে।  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ-এর সঙ্গে আলাপচারিতার প্রসঙ্গ উল্লেখ করে উপাচার্য বলেন, "মহামান্য রাষ্ট্রপতি বলেছেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতেই হবে।" বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস বিশ্ববিদ্যালয়টিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। 

তিনি সকলকে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে অনুরোধ করেন। পরিশেষে  উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, সহকারী প্রক্টর ড. মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।