ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

 করাচি বিশ্ববিদ্যালয়ে বড় বিস্ফোরণ, গায়ে বোমা বেঁধে এসেছিল এক মহিলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০১:০৪ পিএম

 করাচি বিশ্ববিদ্যালয়ে বড় বিস্ফোরণ, গায়ে বোমা বেঁধে এসেছিল এক মহিলা

 করাচি বিশ্ববিদ্যালয়ে বড় বিস্ফোরণ, গায়ে বোমা বেঁধে এসেছিল এক মহিলা
পবিত্র রমজান মাসেই বিকট বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় চত্বর (Karachi Blast)। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ এই বিস্ফোরণ হয় বলে সংবাদসংস্থা সূত্রে খবর। বিকেল চারটে পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বিস্ফোরণের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা অনেক।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পাক নিরাপত্তা বাহিনী। জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
সনিয়ার প্রস্তাব প্রত্যাখান, কংগ্রেসে যোগ দিচ্ছেন না প্রশান্ত কিশোর
জিও টিভি জানিয়েছে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কারণ করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে যে বিস্ফোরণ হয়েছে তার তীব্রতা ছিল ব্যাপক।

জানা গিয়েছে, যে চার জনের মৃত্যুর খবর প্রাথমিক ভাবে পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে তিন জনই বিদেশি নাগরিক। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি। জানা গিয়েছে, এক মহিলা গায়ে বোমা বেঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে বিস্ফোরণ ঘটিয়েছিল। তার ছবিও প্রকাশ করেছে করাচি পুলিশ।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে