এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২২, ০৬:১০ পিএম
৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৩ নভেম্বর, ফল ঘোষণা ৬ নভেম্বর
ভারতে ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিহারের দু’টি আসনে এবং মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশার একটি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ সব আসনে ভোট গ্রহণ করা হবে আগামী ৩ নভেম্বর এবং ফল ঘোষণা হবে ৬ নভেম্বর।
আজ (সোমবার) নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, উপনির্বাচনে মনোনয়নের শেষ তারিখ ১৪ অক্টোবর। মনোনয়ন পরীক্ষার শেষ তারিখ ১৫ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। ৩ নভেম্বর সাতটি আসনেই ভোট হবে। ভোট গণনা হবে ৬ নভেম্বর।
মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব আসনে, বিহারের মোকামা বিধানসভা ও গোপালগঞ্জ বিধানসভা আসন, হরিয়ানার আদমপুর বিধানসভা, তেলেঙ্গানার মুনুগোদে বিধানসভা, উত্তর প্রদেশের গোলা গোকরনাথ বিধানসভা আসন এবং ওড়িশার ধামনগর (এসসি সংরক্ষিত) বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিহারে আরজেডি বিধায়ক অনন্ত সিংয়ের বিধায়ক সদস্যপদ বাতিলের ফলে মোকামায় বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনন্ত সিং অনেক মামলায় জেলে আছেন।
অন্যদিকে, কুলদীপ বিষ্ণৌয়ের পদত্যাগের জেরে হরিয়ানার আদমপুর আসনটি শূন্য হয়েছে। ২০১৯ সালের নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, কিন্তু দু’মাস আগে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন এবং বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর থেকে ওই আসনটি শূন্য রয়েছে। বিজেপি তাকে ওই বিধানসভা আসন থেকে প্রার্থী করবে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে বিজেপি নেত্রী সোনালি ফোগট এখান থেকে বিষ্ণোইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। গত আগস্ট মাসে মারা যান সোনালি।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে