ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Logo
logo

রাশিয়ার ছোটদের স্কুলে বন্দুকবাজের হামলা! প্রাণ গেল চারজনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০১:০৪ পিএম

রাশিয়ার ছোটদের স্কুলে বন্দুকবাজের হামলা! প্রাণ গেল চারজনের

রাশিয়ার ছোটদের স্কুলে বন্দুকবাজের হামলা! প্রাণ গেল চারজনের

রাশিয়ার ছোটদের স্কুলে চলল বন্দুকবাজের হামলা (Russia Shootout)। সংবাদমাধ্যম সূত্রে খবর, এক হামলাকারী হঠাৎই রাশিয়ার উলিয়ানোভস্ক এলাকার একটি ছোটদের স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। শেষ পাওয়া খবরে এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে এই হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন বাচ্চাও আছে বলে সংবাদমাধ্যম সূত্রে খরব। সংবাদ মাধ্যমের আরেক সূত্রে খবর, ওই হামলাকারী পরে আত্মহত্যা করে। তবে মৃতদের বয়েস জানা যায়নি এখনও। তবে সূত্রের খবর, তাদের বয়স তিন থেকে ছয় বছরের বেশি নয়।
এক সংবাদমাধ্যম সূত্রে বলা হয়েছে, এই আক্রমণের পেছনে ঘরোয়া দ্বন্দ্ব থাকতে পারে। যদিও হামলার কারণ এখনও সুস্পষ্ট নয়। জানা গেছে, ওই স্কুলে দুপুর নাগাদ একজন দুষ্কৃতী ঢোকে। হাতে ছিল আইজেডএইচ-২৭। ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে।
শুধু শিশুরা নয়, এই হামলায় প্রাণ গেছে এক শিক্ষকেরও। ঘটনাটা খুবই দুঃখজনক বলে জানান সেরগেই মরজোভ নামক এক সাংসদ।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে