ঢাকা, সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

সন্তোষ ট্রফি হবে সৌদিতে! ভারতের সঙ্গে আরব দেশের মৌ চুক্তি স্বাক্ষর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১০ পিএম

সন্তোষ ট্রফি হবে সৌদিতে! ভারতের সঙ্গে আরব দেশের মৌ চুক্তি স্বাক্ষর

সন্তোষ ট্রফি হবে সৌদিতে! ভারতের সঙ্গে আরব দেশের মৌ চুক্তি স্বাক্ষর


 সন্তোষ ট্রফি (Santosh Trophy) এবার হতে চলেছে সৌদি আরবে (Saudi Arabia)। এই সম্ভাবনার কারণ একটি মৌ চুক্তি। যেটা সাক্ষরিত হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও সৌদি আরব ফুটবল ফেডারেশনের মধ্যে। এই চুক্তি সইয়ের পর সদ্য নির্বাচিত এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানান, সন্তোষ ট্রফির ফাইনাল পর্বের খেলা হতে পারে সৌদিতে।
যদি এই বিষয়টি সত্যিই হয় তবে প্রথম এই টুর্নামেন্ট দেশের বাইরে অনুষ্ঠিত হতে চলেছে। ১৯৪১ সালে এই টুর্নামেন্ট শুরু হয়। তার পর থেকে প্রতিবছরই ভারতের মাটিতেই অনুষ্ঠিত হচ্ছে। তবে নতুন চুক্তির ভিত্তিতে এই টুর্নামেন্ট এবার দেশের বাইরে হতে পারে।
ফেডারেশনের তরফ থেকে জানান হয়েছে নতুন ফুটবলারদের উদ্বুদ্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবছর সন্তোষ ট্রফি থেকে বহু নতুন ফুটবলার উঠে আসে। তবে বিদেশের মাটিতে খেলতে পারলে ভবিষ্যতে ভারতীয় ফুটবলারদের দক্ষতা আরও বেশি উন্নত হবে বলে আশাবাদী ফেডারেশন সভাপতি। 
শুধু সন্তোষ ট্রফি নয়, ফেডারেশন অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টকেও সৌদিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই নয়া চুক্তি অনুযায়ী আরব থেকে ভারতীয় ফুটবলাররা অনেক বেশি প্রযুক্তিগত সহায়তা পাবেন। ফেডারেশন সভাপতি বলেন, ”ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটা বিরাট বড় ব্যাপার। ভারতীয় ফুটবলের জন্য নতুন মঞ্চ তৈরি হবে।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে