ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পিৎজা খেতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা যুবকের, জানলে শিউরে উঠবেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

পিৎজা খেতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা যুবকের, জানলে শিউরে উঠবেন


পিৎজা খেতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা যুবকের, জানলে শিউরে উঠবেন

 এরপর পিৎজার (Pizza) অর্ডার দেওয়ার আগে দু’বার ভাববে খাদ্যরসিক মানুষ! নামী সংস্থা থেকে অনলাইন অর্ডার দিয়ে আনালেও ভয় কাটবে না। গোটা বিশ্ব ব্যাপক জনপ্রিয় ফাস্ট ফুডটির ভেতরে একাধিক কাচের টুকরো পেলেন মুম্বইয়ের (Mumbai) এক ব্যক্তি। তাও আবার বিখ্যাত ডমিনোজের (Dominos) পিৎজাতেই এই কাণ্ড ঘটেছে। টুইট করে এই বিষয়ে জানিয়েছেন মুম্বইয়ের ওই যুবক। টুইটারে মুম্বই পুলিশ (Mumbai Police), এফএসএসএআই-সহ একাধিক সংস্থাকে ট্যাগ করেছেন তিনি।

মুম্বইয়ের বাসিন্দা ওই যুবকের নাম অরুণ কোল্লুরি। তাঁর অভিযোগ, ফুড ডেলিভারি অ্যাপ (Food Delivery App) থেকে ওই পিৎজার অর্ডার করেছিলেন তিনি। বাক্সে সিল করা অবস্থাতেই পিৎজা পৌঁছেছিল তাঁর বাড়িতে। অথচ তার ভেতরেই ছিল দুই থেকে তিনটি কাচের টুকরো। স্বভাবতই যা দেখে ভয় পান তিনি। ফাস্ট ফুড আর মুখে তুলতে পারেননি। গোটা বিষয়টি সর্বসমক্ষে আনতে টুইট করেন অরুণ। লেখেন, “ডমিনোজ থেকে অর্ডার করা পিৎজাতে ২-৩টি কাচের টুকরো পাওয়া গিয়েছে। এই সংস্থা আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে নিজেদের দাবি করে থাকে। এর পর ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করার আগে ভেবে দেখব।”


টুইটটি মুম্বই পুলিশ, এফএসএসএআই-সহ একাধিক সংস্থাকে ট্যাগ করেন অরুণ। যার পর পুলিশের তরফে পালটা টুইট করা হয়। পুলিশের পরামর্শ ছিল, অরুণ যেন ডমিনোজের কাস্টোমার কেয়ারে অভিযোগ দায়ের করেন। তাতে যদি সন্তোষজনক প্রতিক্রিয়া না দেয় সংস্থাটি কিংবা কোনও প্রতিক্রিয়াই না পাওয়া যায়, তবে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানায়। এখনও পর্যন্ত পিৎজা প্রস্তুতকারক সংস্থার তরফে কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা গিয়েছে।


সব মিলিয়ে চিন্তায় পরে গিয়েছে পিৎজা ভক্ত খাদ্যরসিকরা। যেহেতু এর আগেও ডমিনোজের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। বেঙ্গালুরুর (Bengaluru) একটি ঘটনায় পিৎজার ওপর ঝুলন্ত মপের চিত্র ছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া হয়। যার পর সংস্থা ডমিনোজ জানিয়েছিল, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। বিস্তারিত তদন্তেরও আশ্বাস দিযেছিল সংস্থাটি।
 সংবাদ প্রতিদিন/এনবিএস/২০২২/একে