ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলা হল তরুণীকে, প্রেমের প্রস্তাব নাকচ! উঠছে প্রশ্ন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২২, ০৫:১০ পিএম

চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলা হল তরুণীকে, প্রেমের প্রস্তাব নাকচ! উঠছে প্রশ্ন

চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলা হল তরুণীকে, প্রেমের প্রস্তাব নাকচ! উঠছে প্রশ্ন

 প্রেমের প্রস্তাবে না বলে বড় বিপদের সম্মুখীন হল পশ্চিম মেদিনীপুরের পিংলার (Pingla) এক তরুণী (young woman)। তাঁকে চলন্ত গাড়ি (car) থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পিংলার মুণ্ডুমারি এলাকায় হঠাৎই চলন্ত মারুতি গাড়ি থেকে রাস্তায় পড়ে যান এক তরুণী। নিমেষে সেখান থেকে চম্পট দেয় সেই মারুতি গাড়িটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সন্দেহ দানা বাঁধে পুলিশের। শুরু হয় তদন্ত। রাতেই পিংলা থানার পুলিশ জানতে পারে আহত ওই তরুণীর বাড়ি সেই এলাকাতেই। এরপর ওই তরুণীর পরিবারের সদস্যরা এসে লিখিত অভিযোগ দায়ের করে থানায়।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে