এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম
উইম্বলডন টেনিসে অংশ নিতে কোভিড টিকা বাধ্যতামূলক নয়
করোনার টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর তারকাকে ঘিরে চূড়ান্ত নাটক হয়েছিল। কিন্তু এবার উইম্বলডনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা রইল না। অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। ভ্যাক্সিন না নেওয়া থাকলেও উইম্বলডনে খেলা যাবে।
অল ইংল্যান্ড ক্লাবের চিফ এক্সিকিউটিভ স্যালি বোল্টন বলেন, অংশগ্রহণের ক্ষেত্রে টিকা কোনও শর্ত না হলেও ভ্যাক্সিন নেওয়ার ব্যাপারে আমরা সবাইকে উৎসাহ দিতে চাই। আয়োজকদের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন জোকার। টিকা না নেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব ধরে রাখতে পারেননি। উইম্বলডনে অবশ্য সেই সুযোগ থাকছে।
২৭ জুন থেকে শুরু উইম্বলডন। অল ইংল্যান্ড ক্লাব নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেও যুক্তরাষ্ট্র ওপেনের কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। আমেরিকা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল আয়োজকরা।