ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ককে হত্যার হুমকি, কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ককে হত্যার হুমকি, কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ককে হত্যার হুমকি, কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিধায়ক পরেশ রাম দাস আজ (বুধবার) এ ব্যাপারে পুলিশের কাছে এফআইআর করেছেন।

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস আজ বলেন, ‘আমি লিখিত এফআইআর দায়ের করেছি। বেশকিছু দুষ্কৃতী তার মধ্যে চিরন হালদার বলে একজন আছে, সে এবং আরও ৪/৫ জন দুর্বৃত্ত ষড়যন্ত্র করেছে, জড়ো হয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা আমাকে খুনের পরিকল্পনা করেছে। এ ব্যাপারে আমি প্রশাসনকে জানিয়েছি। আমি আজকালের মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো পুরো বিষয়টা। আমাকে হত্যার জন্য ৮/৯ লক্ষ টাকার অফার দেওয়া হয়েছে’ বলেও বিধায়ক পরেশ রাম দাস মন্তব্য করেন।  

ওই ইস্যুতে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি কটাক্ষ করে বলেন, ‘যে দলের নেতারা, এমএলএ-এমপিরা সুরক্ষিত নয়, সেই পার্টি কীভাবে পশ্চিমবঙ্গের মানুষদের সুরক্ষা দেবে? আমার তো মনে হয় না তারা সুরক্ষা দিতে পারবে। মমতা ব্যানার্জি এখন নেতা বাঁচাতে, এমএলএ-এমপি বাঁচাতে, পার্টি বাঁচাতে ব্যস্ত, সাধারণ মানুষের কথা কে ভাবে?’   

‘যে পার্টি এমএলএকে নিরাপত্তা দিতে পারে না, তারা বাংলার মানুষকে নিরাপত্তা দেবে কীভাবে?  এর আগেও তাদের বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য খুন হয়েছেন, একদিনে জোড়া কাউন্সিলর খুন হয়েছেন। রাজ্যে রোজই খুনখারাপি চলে, সেজন্য এটা নতুন কিছু নয়,’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে