ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, স্ত্রী-সন্তানের যত্ন নিতে অক্ষম মুসলিমের দ্বিতীয় বিয়ের অধিকার নেই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২২, ১০:১০ পিএম

ইলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, স্ত্রী-সন্তানের যত্ন নিতে অক্ষম মুসলিমের দ্বিতীয় বিয়ের অধিকার নেই

ইলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, স্ত্রী-সন্তানের যত্ন নিতে অক্ষম মুসলিমের দ্বিতীয় বিয়ের অধিকার নেই

ইলাহাবাদ হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বলেছে- ইসলামিক আইন একজন মুসলিম পুরুষকে এক স্ত্রী থাকা অবস্থায় পুনরায় বিয়ে করার অধিকার দেয়, কিন্তু প্রথম স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একসঙ্গে থাকতে বাধ্য করার জন্য আদালত থেকে আদেশ পাওয়ার অধিকার তার নেই। স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা প্রথম স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা বলে মন্তব্য করেছে আদালত।

আদালত যদি প্রথম স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে থাকতে বাধ্য করে, তাহলে তা হবে নারীর মর্যাদাপূর্ণ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।  

এ সময় আদালত পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, কোনো মুসলমান যদি তার স্ত্রী ও সন্তানদের যথাযথ যত্ন নিতে না পারে, তাহলে তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেওয়া হবে না। আদালত, সন্ত কবির নগরের পারিবারিক আদালতের পক্ষ থেকে প্রথম স্ত্রী হামিদুন্নিছা ওরফে শফিকুন্নিছাকে তার ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সাথে বসবাসের আদেশ দিতে অস্বীকৃতি বহাল রাখে এবং ইসলামী আইনের বিরুদ্ধে রায় ও ডিক্রি বাতিল চেয়ে দায়ের করা প্রথম আপিল খারিজ করে দিয়েছে। আজিজুর রহমানের আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি এসপি কেসারওয়ানি ও বিচারপতি রাজেন্দ্র কুমারের সমন্বিত বেঞ্চ ওই সিদ্ধান্ত দিয়েছে।  

আদালত বলেছে, যে সমাজে নারীদের সম্মান করা হয় না তাকে সভ্য সমাজ বলা যায় না। যে দেশ নারীকে সম্মান করে তাকেই সভ্য দেশ বলা যায়। আদালত বলেছে যে মুসলমানদের নিজেদেরই এক স্ত্রী থাকা অবস্থায় অন্য বিয়ে করা এড়িয়ে চলা উচিত। আদালত বলেছে, কুরআন নিজেই এমন মুসলিম যে এক স্ত্রীর প্রতি ন্যায়বিচার করতে অক্ষম, তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেয় না।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে