ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

হংকংয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন বাংলাদেশের রুমানা ও জাহানারা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

হংকংয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন বাংলাদেশের রুমানা ও জাহানারা

হংকংয়ের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন বাংলাদেশের রুমানা ও জাহানারা

দেশটির ফেয়ারব্রেক নারীদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আয়োজন করছে। টুর্নামেন্টে অংশ নেবেন ৩৫ দেশের ক্রিকেটার। খেলা হবে দুবাইতে। বাংলাদেশের দুই ক্রিকেটার অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ বার্মি আর্মি ও জাহানারা আলম খেলবেন ফ্যালকন দলে।

৬ দলের আসর শুরু হবে ১ মে। শেষ হবে ১৯ মে। এর আগে ২০১৮ সালে হংকংয়ে ছোট পরিসরে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। আয়োজক ফেয়ারব্রেক মূলত সারা পৃথিবীতে নারীদের সমঅধিকার নিয়ে কাজ করে। আইসিসির স্বীকৃতি থাকায় এ টুর্নামেন্টে রুমানা-জাহানারা বিসিবির ছাড়পত্র পেয়েছেন।

আসন্ন টুর্নামেন্ট খেলতে গিয়ে এবার ঈদুল ফিতর দেশের বাইরেই কাটাতে হবে দুই নারী ক্রিকেটারকে। এ বিষয়ে রুমানা বলেন, প্রথমবার এ টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। ঈদ বাইরেই কাটাতে হবে। অন্য রকম অনুভূতি।