এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২২, ০৩:১০ পিএম
সিরিয়ায় সেনাবাহিনীর গাড়ি বিস্ফোরণে ১৮ সৈন্য নিহত
সিরিয়ার দামেস্কের কাছাকাছি সেনাবাহিনীর একটি বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ১৮ জন সৈন্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৭ জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে আলি জাজিরা।
সেনা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘সানা’ জানিয়েছে, দামেস্কের কাছাকাছি একটি শহরে সেনাবাহিনীর গাড়িটি বোমা বিস্ফোরণের শিকার হয়। বাসটিতে আগে থেকেই বিস্ফোরকদ্রব্য লাগানো ছিল। মূলত বাসটি জঙ্গি হামলার শিকার হয়েছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের দিকে যাওয়া মহাসড়কে দামেস্কের গ্রামঞ্চলীয় এলাকা আল-সাবোরায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এ পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সিরিয়ান কর্তৃপক্ষও হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
গত জুনে সিরিয়ার রাকা এলাকায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএস ১৩ জন সৈন্যকে হত্যা করে। এছাড়া মে মাসে রকেট হামলায় একটি বাসে থাকা সামরিক বাহিনীর ১০ সৈন্য নিহত হয়।
এ হামলার জন্য সিরিয়ান কর্তৃপক্ষ জঙ্গিগোষ্ঠী আইএসকে দায়ী করেন। কারণ ২০১৯ সাল থেকে এই জঙ্গিগোষ্ঠী সিরিয়া থেকে তাদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে।
মধ্যপ্রাচ্যের এ দেশটিতে গত ১১ বছর ধরে যুদ্ধ চলছে। মূলত এ যুদ্ধ শুরু হয় যখন দেশটিতে গণতন্ত্রকামী মানুষের উপর ব্যাপক দমন পীড়ন চালানো হয়। আর এই দমন পীড়নের ফলে দেশটিতে হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে পতিত হয়।
এই যুদ্ধের ফলে সিরিয়া দুটি অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে। পরবর্তীতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সৈন্যরা এবং তার মিত্ররা এখন অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে কোনো সময় বিরোধীরা সিরিয়া দখল করে নিতে পারে।