ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স ক্লাব পিএসজিতে  অসন্তুষ্টি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২২, ০৩:১০ পিএম

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স ক্লাব পিএসজিতে  অসন্তুষ্টি

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স ক্লাব পিএসজিতে  অসন্তুষ্টি

ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে আলোচনার ঝড় তুলেছেন। তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমও বেশ ব্যস্ত সময় পার করছে। এই তারকা নাকি প্যারিস ক্লাব পিএসজিতে সুখে নেই। ক্লাবটির সঙ্গে তার সম্পর্কের চির ধরেছে। তাই শিগগিরই পিএসজি ছাড়তে চান তিনি।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, পিএসজির কিছু খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে এমবাপ্পের সম্পর্ক খারাপের দিকে এগোচ্ছে। পিএসজির লকার রুমেও তেমন সমর্থন পাচ্ছেন না তিনি।

ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপ জানিয়েছে, পিএসজির ড্রেসিং রুমে এখন আধিপত্য দক্ষিণ আমেরিকার তিন ফুটবলারের (লিওনেল মেসি, নেইমার ও মারকুইনাহোস)। এই তিন ফুটবলারই এমবাপ্পের আচরণে অসন্তুষ্টি প্রকাশ করেছে। তবে এমবাপ্পে সমর্থন পাচ্ছেন সতীর্থ আশরাফ হাকিমি, তিন ফ্রেঞ্চ ফুটবলার কিমপেম্বে, নোর্দি মুকিয়েলে ও হুগো ইকিতিকের এবং কোচ ক্রিস্তফ গালতিয়েরের।

দলবদলের মৌসুম এলেই এমবাপ্পের ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে। গত মৌসুমেও রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য ১৮০ মিলিয়ন পর্যন্ত প্রস্তাব করেছিল। কিন্তু পিএসজি তাঁকে ছাড়তে রাজি হয়নি। বিনিময়ে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবে চুক্তি সই করেন জুলাইতে। কিন্তু তারপরও গুঞ্জন থেমে নেই। স্প্যানিশ দৈনিক মার্কা’র সাংবাদিক মারিও কর্তেগানা দাবি করছেন, ক্লাবের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক ভেঙে গেছে। বিশ্বকাপের পরই ক্লাব ছাড়তে চান এই তারকা।