ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

শাকিবের সঙ্গে অভিনয় করা নিয়ে যা বললেন অপু বিশ্বাস!


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২২, ০৩:১০ পিএম

শাকিবের সঙ্গে অভিনয় করা নিয়ে যা বললেন অপু বিশ্বাস!

শাকিবের সঙ্গে অভিনয় করা নিয়ে যা বললেন অপু বিশ্বাস!

চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানে বিভিন্ন পুজার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তিনি। গত সোমবার কলকাতার সিআইটি রোডে প্রেসক্লাবের অস্থায়ী ঠিকানায় বিজয়া সম্মিলনীর এক আয়োজনে প্রধান অতিথি ছিলেন অপু বিশ্বাস।

অনুষ্ঠানে তাকে সংবর্ধনাও দেয়া হয়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে ছেলে আব্রাম খান জয়, প্রাক্তন স্বামী শাকিব খান কিংবা শাকিব-বুলবুলি সম্পর্ক নিয়ে উত্তর দেন অপু।

শাকিব, বুবলি, অপুকে নিয়ে কোনো সিনেমা হলে তাতে অভিনয় করতে চান কি না, সেই প্রশ্নের উত্তরে অপু বলেন, পরিচালক বা প্রযোজকরা কি আদৌ তা চান? তারা যদি মনে করেন যে, চলচ্চিত্রের স্বার্থে এটা দরকার, আমাদেরকে একসঙ্গে নিয়ে সিনেমা বানালে ভালো হবে- সেক্ষেত্রে তারাই ডিসিশন নেবে।

যেহেতু তারা ফিল্ম মেকার। শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ আসলে তিনি অভিনয় করবেন কিনা এই প্রশ্নের উত্তরে অপু জানান, আমি একজন অভিনেত্রী।

আমার কাজই অভিনয় করা। তাই গল্প বা চরিত্র পছন্দ হলে সেখানে না করার কোন প্রশ্নই ওঠে না