ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

নেশার বিরুদ্ধে পথে নামলেন মহিলারা, শিলিগুড়িতে রণক্ষেত্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২২, ০৬:১০ পিএম

নেশার বিরুদ্ধে পথে নামলেন মহিলারা, শিলিগুড়িতে রণক্ষেত্র

নেশার বিরুদ্ধে পথে নামলেন মহিলারা, শিলিগুড়িতে রণক্ষেত্র


 ফাস্টফুড আর পানের দোকানের আড়ালে বেআইনিভাবে গাঁজা আর মদ বিক্রি হচ্ছে। এরফলে নষ্ট হচ্ছে পরিবেশ। পুলিশ প্রশাসনের কাছে একাধিকবার দরবার করেও লাভ হয়নি কোনও। এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার এলাকার মহিলারা একত্রিত হয়ে মদ ও গাঁজা বিক্রি বন্ধ (Liquor and Weed Case in Siliguri) করার উদ্যোগ নিল। আর এই ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা

বেশ কিছুদিন ধরে শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের বিধাননগরের মুরলিগঞ্জ চেকপোস্ট সংলগ্ন এলাকায় বেশ কিছু ফাস্টফুড ও পানের দোকানে আড়ালে অবৈধভাবে মদ ও গাঁজা বিক্রির অভিযোগ উঠে আসছিল। এই বিষয় নিয়ে বহুবার এলাকাবাসী বিধাননগর থানায় মৌখিকভাবে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। গতকাল এলাকার বাসিন্দা বছর ৩৫ এর যুবক তাপস সরকারের মৃত্যু হয়। মদ খেয়েই তাঁর মৃত্যু হয় বলে দাবি এলাকার বাসিন্দাদের। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মহিলারা। যে বাড়িগুলি থেকে মাদকের জোগান মিলত সেই বাড়িগুলিতে হানা দেন তাঁরা। চলে ব্যাপক ভাঙচুর। 

এলাকার মহিলাদের রণমূর্তি দেখে দোকান বন্ধ করে এলাকা থেকে চম্পট দেন বিক্রেতারা। খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। 

গ্রামবাসীরা জানান, এখনই মুরালিগঞ্জ এলাকায় বেশ কিছু দোকানে প্রকাশ্যে গাঁজা ও মদ বিক্রির বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। যে সমস্ত দোকানে মদ ও গাঁজা বিক্রি করা হচ্ছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিধাননগর থানায়। 

এলাকার বাসিন্দা জয়ন্তী মণ্ডল বলেন, “দিন মজুরের কাজ করে সংসার চালায় এলাকার বেশিরভাগ মানুষ। সপ্তাহের টাকা তুলেই মদ ও গাঁজার দোকানে চলে আসে তারা। দোকানদাররাও তাদের বাকিতে দেয়। এভাবে একটা ছেলের মৃত্যু হয়ে গেল। দোকানদাররা আবার আমাদের উল্টে পুলিশের ভয় দেখায়। কিন্তু পুলিশকেও আমরা জানিয়েছিলাম তারাও কোনও ব্যবস্থা নেয়নি।”

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে