ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার তিনটি প্রদেশে রাতভর বিস্ফোরণ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার তিনটি প্রদেশে রাতভর বিস্ফোরণ 

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার তিনটি প্রদেশে রাতভর বিস্ফোরণ 

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী তিনটি রাশিয়ান প্রদেশে বুধবার ভোররাতে সিরিজ বিস্ফোরণর শব্দ শোনা গেছে, এবং বেলগোরোড প্রদেশের একটি গোলাবারুদ ডিপোতে একই সময়ে আগুন লেগেছে। রয়টার্স

 বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, স্টারয়া নেলিডোভকা গ্রামের কাছে গোলাবারুদ ডিপোতে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পৃথকভাবে, ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক প্রদেশের গভর্নর রোমান স্টারোভয়েট বলেছেন, বুধবার ভোরে কুরস্ক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 ইউক্রেন সংলগ্ন অন্য একটি প্রদেশের প্রশাসনিক কেন্দ্র ভোরোনজে, রাশিয়ার বার্তা সংস্থা  তাস জরুরী মন্ত্রনালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, সেখানেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কর্তৃপক্ষ তদন্ত করছে।