ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

জানুয়ারি সিক্স কমিটিতে ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

জানুয়ারি সিক্স কমিটিতে ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত

জানুয়ারি সিক্স কমিটিতে ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত

ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তে গঠিত জানুয়ারি সিক্স কমিটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটি মনে করে, ট্রাম্পের কারণেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়েছে।

গতকালের বৈঠককে মনে করা হচ্ছে জানুয়ারি সিক্স কমিটির শেষ বৈঠক। ডেমোক্র্যাট দলের সাত সদস্য এবং রিপাবলিকান দলের দুই সদস্য নিয়ে এই কমিটি গঠিত। গতকাল সর্বসম্মতভাবে কমিটির সদস্যরা ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত নেন।

কমিটির চেয়ারম্যান ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ বেনি থম্পসন বলেন, ট্রাম্পকে তলব করা হলে তাকে ক্যাপিটল হিলে তার সমর্থকদের হামলার বিষয়ে শপথের আওতায় তথ্য উপাত্ত ও সাক্ষ্য দিতে হবে। এছাড়া, হামলা ঠেকানোর বিষয়ে তিনি কী করেছিলেন সে সম্পর্কেও ট্রাম্পকে বলতে হবে। গণতন্ত্রের জন্য নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগ সম্পর্কে তাকে কৈফিয়ত দিতে হবে। কোটি কোটি মানুষের দেয়া ভোট ছুঁড়ে ফেলে তিনি জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন- সে সম্পর্কেও ট্রাম্পকে জবাবদিহি করতে হবে।

ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কমিটির তলবের চিঠি ট্রাম্পের হাতে পৌঁছে যাবে এবং কমিটিতে হাজির হওয়ার জন্য সাবেক প্রেসিডেন্টকে একটি নির্দিষ্ট তারিখ দেয়া হবে। বেনি থম্পসন বলেন, ট্রাম্পের বিরুদ্ধে এই তলবের ঘটনা মারাত্মক পদক্ষেপ কিন্তু দেশের ভবিষ্যত বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে