ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঢাকার অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়ায় ব্যবসায়ী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

ঢাকার অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়ায় ব্যবসায়ী

ঢাকার অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়ায় ব্যবসায়ী

ঈদকে সামনে রেখে দেশে ফিরতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর। কিন্তু আসতে পারছেন না। এখানে এসে তিনি কার কাছে থাকবেন। তার পরিবারের সবাই অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি ইস্কাটনের বাসা, নিকেতন ও আশুলিয়ার বাড়ি ভাড়া দিয়ে রেখেছেন। অস্ট্রেলিয়ায় থেকেও তিনি ঢাকার বাড়িওয়ালা। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবিটি হলো ‘পাগল মানুষ’। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছে। এরপর থেকেই তিনি পর্দা থেকে বিচ্ছিন্ন। অস্ট্রেলিয়ায় থেকেই তিনি গত শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলকে সমর্থন জানিয়েছেন এবং ভোটারদের প্যানেলটিতে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।

অর্থাৎ অস্ট্রেলিয়ায় বর্তমানে স্থায়ীভাবে বসবাস করলেও তিনি যথাসম্ভব এদেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে চান। ২০২০ সালের জানুয়ারিতে শেষবারের মতো তিনি দেশ থেকে অস্ট্রেলিয়া গেছেন। তার অনেক আগে থেকে দেশটির নাগরিক শাবনূর। ২০২০ সালের মার্চ মাসে আবার দেশে আসার কথা ছিল তার। কিন্তু এর পরপরই করোনা শুরু হলে তিনি আটকা পড়ে যান। দীর্ঘদিন করোনার কারণে দেশে ফেরা হয়নি তার। তিনি দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন বলে বেশ কয়েকবার সকলকে জানান দিলেও প্রকৃতপক্ষে তিনি আপাতত দেশে ফিরবেন না। এর ভিন্ন একটি কারণ রয়েছে। তবে অজুহাত হিসেবে সামনে এসেছে করোনা মহামারি।

শাবনূর মাঝেমধ্যেই সেখানকার কিছু ভিডিও পোস্ট করেন। তাতে মনে হয় না তিনি করোনার শংকায় ভীত। তারপরও গণমাধ্যমকে জানান দেওয়া হয়েছিল যে, করোনার প্রভাব কিছুটা কমে এলে ২০২১ সালের ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি। কিন্তু কিছু ব্যক্তিগত ব্যস্ততায় সেবার ফিরতে পারেননি। এরপর আরও একবার দেশে ফেরার উদ্যোগ নিলেও তিনি ও তার পুত্র করোনায় আক্রান্ত হওয়ায় দেশে আসতে পারেননি। এবার জানান দিয়েছেন, ঈদকে সামনে রেখে দেশে আসতে চাইলেও ব্যবসায়িক কিছু কাজে আটকে পড়েছেন। একটি গণমাধ্যমকে দুঃখ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের মুখ দেখতে পারছি না বলে আমি হতাশ।’