ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিজেপি যেখানে রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে: কুণাল ঘোষ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

বিজেপি যেখানে রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে: কুণাল ঘোষ

বিজেপি যেখানে রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে: কুণাল ঘোষ
   
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র ব্যবহার সম্পর্কে বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘যে জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ‘ইডি’কে ব্যবহার করা হচ্ছে।’

তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।  ‘ইডি’র সাম্প্রতিক অভিযানকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঢালাও প্রশংসা করেছেন। সেই প্রসঙ্গে আজ পাল্টা জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘বিজেপির কোনো নেত্রী তাদের কোনো শাখা সংগঠনের প্রশংসা করবেন এটা খুব স্বাভাবিক। ‘ইডি’ সত্যি খুব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ছিল, তাদের অফিসাররা যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট যোগ্য। কিন্তু বিজেপি তাদের যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ব্যবহার করছে, তাতে সারা দেশে প্রশ্ন উঠে গেছে। পরিসংখ্যানও বলছে, বিজেপি নেতাদের রাজ্যে বিজেপি পরিচালিত রাজ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে যেখানে যেখানে অভিযোগ আছে, সেখানে ‘ইডি’কে দেখা যাচ্ছে না। যে যে জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ইডিকে ব্যবহার করা হচ্ছে।’   

গতকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা সময় ‘ইডি’র একাধিক অভিযানের প্রাসঙ্গিকতা সম্পর্কে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘ইডি একটি  সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগসহ একাধিক তদন্তকারী প্রতিষ্ঠানগুলো বেআইনি আর্থিক তছরুপসহ নাগরিক সমাজের কল্যাণে কাজ করে চলেছে। তাদের একের পর এক অভিযান গণমাধ্যমের সৌজন্যে সকলের সামনে এসেছে। সেই অভিযান কতটা প্রাসঙ্গিক তাও সকলের সামনে পানির মত পরিষ্কার।’   

ইডির সাম্প্রতিক অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে নির্মলা সীতারমন বলেন, ‘ইডি’র  অভিযানের ফলেই দেশের একাধিক স্থানে প্রচুর পরিমাণে বেআইনি অর্থ, গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।’কেন্দ্রীয় সরকার ‘ইডি’কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিরোধীদের এমন সমালোচনার মুখে ‘ইডি’র পাশে দাঁড়িয়ে কার্যত বিরোধী শিবিরকে পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর ওই সাফাইতে যে খুশি নয় তা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্যে স্পষ্ট হয়েছে।
 
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে