ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের বিপুল বিজয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২২, ১০:১০ পিএম

পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের বিপুল বিজয়

পাকিস্তানের উপনির্বাচনে ইমরান খানের বিপুল বিজয়

পাকিস্তানের সংসদের নিম্ন কক্ষ জাতীয় পরিষদের নির্বাচনে বড় ধরণের সাফল্য পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র চেয়ারম্যান জাতীয় পরিষদের সাতটি আসনের উপনির্বাচনে দাঁড়িয়ে ছয়টি আসনেই জয় পেয়েছেন।

ইমরান খানের পিটিআই উপনির্বাচনে জাতীয় পরিষদের সাতটি আসন থেকে এবং পাঞ্জাবের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মারদান, চরসাদ্দা, ফয়সালাবাদ, নানকানা সাহেব এবং পেশোয়ারের জাতীয় পরিষদের ছয়টি আসন জিতেছে  পিটিআই- সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ উপনির্বাচনে ছয়টি ন্যাশনাল অ্যাসেম্বলি (এনএ) এবং দু'টি পাঞ্জাব অ্যাসেম্বলি (পিএ) আসনে জয়লাভ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন দেশের ক্ষমতাসীন জোটের জন্য একটি বড় বিপর্যয় সৃষ্টি করেছে।

গত এপ্রিলে জাতীয় পরিষদের অধিবেশনে তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে  প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান।
 খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে