ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো; পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২২, ০৭:০৪ পিএম

শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো; পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়

শপথ নিলেন বিলাওয়াল ভুট্টো; পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়

পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি'র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আজ (বুধবার) মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে শপথ নেন তিনি।

তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। প্রেসিডেন্ট ভবনে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

৩৩ বছর বয়সী বিলাওয়াল ২০১৮ সালে প্রথম জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এবার প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।

বিলাওয়ালের বোন আসিফা ভুট্টো এক টুইটে বলেছেন, পিপিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিলাওয়াল বুধবারই ঐক্য সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেবেন। এজন্য বিলাওয়ালকে আগাম অভিনন্দনও জানিয়েছেন তিনি।

গত ১৯ এপ্রিল পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন বিলাওয়াল উপস্থিত থাকলেও তিনি সেদিন শপথ নেননি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তার দলেরই নেতা হিনা রব্বানি খার।

পাকিস্তানের সদ্য-ক্ষমতাসীন জোট সরকারের প্রধান দুই শরিক পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। মন্ত্রিসভায় পিএমএল-এনের সংখ্যাগরিষ্ঠতা থাকবে।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে